Homeদেশের গণমাধ্যমেআর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি

আর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি


বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ানো ক্লদিও এচেভেরি। যুবাদের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও বল পায়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ‘নতুন মেসি’ এচেভেরি। ৬ গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পাওয়া এচেভেরি ম্যানচেস্টার সিটির হয়েও মাঠে নামার অপেক্ষায় আছেন। সব ঠিক থাকলে হয়তো মূল দলেও জায়গা করে নেবেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার এই দলে এচেভেরি ছাড়া আরও বেশ কয়েকজন তরুণ ডাক পেয়েছেন। যে তালিকায় সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজও আছেন। এই মৌসুমে দারুণ ছন্দে আছেন তাঁরা। এই দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন মাক্সিমো পেরোনেও। ইতালিয়ান ক্লাব কোমোতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে আস্থা অর্জন করেছেন তিনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত