আরো ৫টি ফেডােরেশনের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর আগে দুই দফায় ১৬টি ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল সংস্থাটি। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গঠন করা ৫ ফেডারেশন হচ্ছে- হ্যান্ডবল, সাইক্লিং, জুডো, কুস্তি ও রাগবি।
এ নিয়ে বর্তমান সরকারের সময়ে ২১ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে নতুন অ্যাডহক কমিটি দেওয়া হলো।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য গঠন করা হয়েছে একটি সার্চ কমিটি। সেই কমিটির সুপারিশে গঠন করা হয় নতুন কমিটি। তবে ক্রীড়াঙ্গন সংস্কারের ধীরগতি মানুষকে হতাশ করছে। প্রথমে ১৫ নভেম্বর ৯টি ও পরে ২৮ জানুয়ারি ৭ ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
মৌসুম আলীর হাত ধরে বাংলাদেশে রাগবির পথচলা শুরু হয় ২০০৪ সালে। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর রাগবির সাধারণ সম্পাদকের চেয়ার ছাড়তে হলো মৌসুম আলীকে। তার পরিবর্তে সাধারণ সম্পাদক করা হয়েছে আখতার জামানকে। সভাপতি মনোনীত হয়েছেন আবদুল্লাহ আল জহির।
হ্যান্ডবলে অবসান হয়েছে আসাদুজ্জামান কোহিনুর যুগের। নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে সালাহউদ্দিনকে। এ ফেডারেশনের সভাপতি হয়েছেন এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদ।
দীর্ঘ সময় বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন তাবিউর রহমান পালোয়ান। তাকে সরিয়ে নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে মাহবুবুল আমিন জীবনকে। এই ফেডারেশনের নতুন সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.)। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক বেগম সৈয়দ জান্নাত আরা।
আরআই/এমএইচ/