Homeদেশের গণমাধ্যমেআমুর বরিশালের বাড়িতে বুলডোজার চালাচ্ছে ছাত্র-জনতা

আমুর বরিশালের বাড়িতে বুলডোজার চালাচ্ছে ছাত্র-জনতা


বরিশালে বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হল আমির হোসেন আমুর বাড়ি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জনতার একাংশ ভবনটি ভাঙতে শুরু করে। এর আগে, দেড়টার দিকে বুলডোজার ও মিছিল নিয়ে ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন ধ্বংসের পর ছাত্র-জনতা জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমুর বাড়ির দিকে অগ্রসর হয়। পরে তারা বুলডোজার দিয়ে বাড়িটির কাঠামো ভাঙতে শুরু করে।

শিক্ষার্থী আকিব বলেন, ফ্যাসিবাদের আস্তানাগুলো একে একে গুঁড়িয়ে দেব। জনগণের টাকায় ফ্যাসিস্টরা যে প্রাসাদ গড়েছে, তা টিকতে দেওয়া হবে না।

স্থানীয় এক বাসিন্দা মোস্তাফিজ জানান, ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা আমাদের হুমকি দিচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই। তাদের ইতিহাস মুছে ফেলা হবে।

এর আগে, সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙার সময় সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও আমুর ভবন ভাঙার সময় তেমন প্রতিরোধের মুখে পড়তে হয়নি ছাত্র-জনতাকে।

উল্লেখ্য, ঝালকাঠির স্থায়ী বাসিন্দা হলেও আমির হোসেন আমু বরিশালের এই ভবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত