ফলকার টুর্ক আরও বলেন, ‘আফগান কর্তৃপক্ষের সাম্প্রতিক ঘোষণায় আমি গভীরভাবে শঙ্কিত। একটি মারাত্মক ভুল পথ বেছে নেওয়া হয়েছে।’ যখন দেশটির মানবাধিকার পরিস্থিতি খারাপ, তখন বেসরকারি সংস্থাগুলো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
আফগান কর্তৃপক্ষের কাছে এই বৈষম্যমুলক ডিক্রি এবং সেই সঙ্গে সব ধরনের পদক্ষেপ, যা নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র, জনপরিসর বাধাগ্রস্ত করে এবং যা তাদের চলাফেরার স্বাধীনতা খর্ব করে,সেসব বাতিলের আহ্বান জানান টুর্ক।