Homeদেশের গণমাধ্যমেআন্তর্জাতিক উৎসবের ফাইনালে আবিদের ‘চিনিশপুর কালীবাড়ি’

আন্তর্জাতিক উৎসবের ফাইনালে আবিদের ‘চিনিশপুর কালীবাড়ি’


ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব শর্ট ফিল্মস অন কালচারাল টুরিজমের ফাইনালে অবস্থান করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য নির্মাতা আবিদ মল্লিকের শর্ট ডকুমেন্টারি ফিল্ম ‘চিনিশপুর কালীবাড়ি’।

চলতি বছরের ১৬ থেকে ১৮ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশে অবস্থিত দ্য হেরিটজ সিটি অব প্রায়াগরাজে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব শর্ট ফিল্মস অন কালচারাল টুরিজমের সপ্তম সংস্করণে প্রতিযোগিতা করেছে ‘চিনিশপুর কালীবাড়ি’।ি

চলতি বছর ভারতসহ ১৪৪টি দেশের ৪৩৯১টি ছবি এই ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করেছে। পরে ৪৯টি দেশের ১০১টি সিনেমা প্রতিযোগিতায় টিকে থাকে, যেগুলোর মধ্যে নির্মাতা আবিদের ‘চিনিশপুর কালীবাড়ি’ একটি।

বিষয়টি নিয়ে বেশ উৎফুল্ল রয়েছেন নির্মাতা আবিদ। কালবেলাকে তিনি বলেন, এটি চমৎকার একটি সিনেমা। চিনিশপুর কালীবাড়ির গঠন, নকশা, রিলিজিয়াস অংশ নিয়ে দারুণ একটি পার্ট আছে।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় এত সিনেমা জমা পড়েছিল যে, যখন আমরা জেনেছিলাম আমাদের ছবিটি সেমিফাইনালে সিলেক্ট হয়েছে, তখনও আমরা ভাবিনি ছবিটি ফাইনালে জায়গা পাবে। পরে যখন জেনেছি আমরা ফাইনালে গিয়েছি, তখন বেশ আনন্দিত হয়েছি। ডিসেম্বরে আমরা উৎসবে যাব।

এর আগে শীতলক্ষ্যা নদী, জামদানি, টাঙাইল শাড়ি, এমন নানা বিষয়ে কাজ করেছেন নির্মাতা আবিদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত