Homeদেশের গণমাধ্যমেঅ্যানফিল্ডে সেঞ্চুরি হাঁকিয়ে সালাহ বললেন ‘লিগ জিতবো’

অ্যানফিল্ডে সেঞ্চুরি হাঁকিয়ে সালাহ বললেন ‘লিগ জিতবো’


ক্রিসমাসের পরের দিন বক্সিং ডে-তে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি লিভারপুলের। ৩-১ গোলের সহজ জয়ই তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা।

লিভারপুলের হয়ে কোডি গাকফো, কার্টিস জোনসের পর শেষ গোলটি করেন মোহাম্মদ সালাহ। লেস্টারের হয়ে সান্ত্বনার গোলটি করেন জর্ডান এআও।

১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট অল রেডদের চেয়ে ৭ কম। ব্লুজরা ম্যাচও খেলেছে একটি বেশি। অর্থাৎ লিভারপুল যদি তাদের পরে ম্যাচ জেতে, সেক্ষেত্রে সমান ম্যাচ খেলে পয়েন্ট ব্যবধান ১০ হবে। যার অর্থ হলো- শক্তির পরীক্ষায় অনেকটাই এগিয়ে যাবে লিভারপুল। সামনের পথ চলাও সহজ হবে তাদের জন্য।

দলকে জয় এনে দিতে দারুণ ফুরফুরে মেজাজে আছেন সালাহও। পুরো বছরকেই ভিন্ন রকম মনে হচ্ছে তার। শিরোপার আভাও দেখতে পাচ্ছেন লিভারপুলের মিশরীয় তারকা। চলতি মৌসুম শেষ হলে লিভারপুলকে থাকবেন নাকি থাকবেন না , এমন আলাপেও খুব বেশি মনোযোগ দিতে চাচ্ছেন না তিনি।

গতকাল বৃহস্পতিবার অ্যানফিল্ডে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন সালাহ। লেস্টারের বিপক্ষে গোলটি ছিল লিভারপুলের ঘরের মাঠে মিশরীয় ফরোয়ার্ডের ১০০তম।

লেস্টারের বিপক্ষে সহজ জয় ও দুর্দান্ত মাইলফলক ছোঁয়ার পর ‘অ্যামাজন প্রাইম’কে সালাহ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দল জেতা। আশা করি আমরা প্রিমিয়ার লিগ জিতবো। এটি (গতকালের ম্যাচ) দুর্দান্ত। তবে আমরা প্রতিটি খেলায় ফোকাস করি এবং আশা করি আমরা এভাবেই চালিয়ে যাবো।’

‘(এ বছর) অন্যরকম লাগছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের নম্র থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি, আমরা প্রিমিয়ার লিগ জিতবো এবং ক্লাবের জন্য এটি এমন কিছু- যা আমি স্বপ্ন দেখেছি।’

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত