Homeদেশের গণমাধ্যমেঅভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা


অভিযান পরিচালনায় কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিকমতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সফলতা বা ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কর্মচারী বা কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

চলমান অভিযানে সর্বশেষ আপডেট জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন। দেখেন আমরা ব্যবস্থা নেই কি না। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত