Homeদেশের গণমাধ্যমেঅবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ‘দরদ’

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ‘দরদ’


শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছরের ১৫ নভেম্বর। কথা ছিল বাংলাদেশে মুক্তির দিনেই এটি ভারতেও মুক্তি পাবে। কিন্তু কয়েক দফা তারিখ বদল হয়। অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’।

সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করা হলেও ভারতে মুক্তি না পাওয়ায় বেশ সমালোচিত হন নির্মাতা অনন্য মামুন ও সিনেমা সংশ্লিষ্টরা। এমনকি এটি যুক্তরাষ্ট্র, মালদ্বিপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও ভারতে মুক্তি পায়নি। অবশেষে সিনেমাটি বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে মুক্তির খবর জানা গেল। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘দরদ’। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’

তবে সিনেমাটি শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে সে তথ্য জানায়নি তারা।

এতদিন পরে কেন সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে, এ বিষয়ে ‘দরদ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন বলেন, ‘এটা আমার জানার কথা না। প্রযোজনা প্রতিষ্ঠানের বিষয় এটা। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে মুক্তি দেওয়া হয় ‘দরদ’। ১৯ জানুয়ারি থেকে এটি  ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে। ‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান বলা প্রয়োজন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

‘দরদ’ সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এসব ঘটনায় দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প।

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা প্রমূখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত