দীর্ঘ ১৬ বছর নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি ভোটে তেলায়েত হোসেন বাবু সভাপতি ও খন্দকার ফসিয়ার রহমান সাধারণ সম্পাদক এবং ইবাদত মিনা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাাডভোকেট গোলাম মোহাম্মদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। কাউন্সিলে মোট ৬ শ ৩৯ জন ভোটারের মধ্যে ৬২৫ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নব নির্বাচিত এ তিনজন সমঝোতার ভিত্তিতে খুব শীঘ্র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এদিকে, কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রার্থীদের পক্ষে প্রতিদিনই পাড়া মহল্লায় ছিল মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার শোডাউন।
গত বছরের ২৩ অক্টোবর নড়াগাতি থানা, ২৬ অক্টোবর লোহাগড়া পৌর ও থানা, ২৭ অক্টোবর নড়াইল সদর থানা এবং ১৭ নভেম্বর কালিয়া পৌর ও থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ জেলার ৭টি ইউনিট বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই এ ৭টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানান, দলীয় নির্দেশে জেলার ৭টি ইউনিটের কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে। কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে আগামি ৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন করার। আমরা আশা করছি ৭টি ইউনিটের মতো জেলা বিএনপির সম্মেলনও সফলভাবে সম্পন্ন হবে।