Homeজাতীয়সেনাবাহিনীর নিষেধাজ্ঞা ও হাসিনার ফেরার খবর নিয়ে যা জানা গেল

সেনাবাহিনীর নিষেধাজ্ঞা ও হাসিনার ফেরার খবর নিয়ে যা জানা গেল


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি: ফিরছেন হাসিনা’ শীর্ষক একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে কালের কণ্ঠ সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রচার করা হলেও ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানিয়ে দিয়েছে, এ ধরনের খবর একদম মিথ্যা।

তদন্তে জানা গেছে, কালের কণ্ঠ পত্রিকা এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। বরং, ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ভুয়া সংবাদটি ছড়ানো হয়েছে। এসব ফেসবুক পোস্টে ‘কালের কণ্ঠ’ সূত্র উল্লেখ করা হলেও, পত্রিকার ওয়েবসাইট বা প্রিন্ট সংস্করণে এই ধরনের কোনো খবরের উপস্থিতি পাওয়া যায়নি। এ ছাড়া, ইন্টারনেট আর্কাইভেও এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া, যেখানে ‘কালের কণ্ঠ’-এর লোগো ব্যবহার করা হয়েছে। সেখানকার ইউআরএলে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়েছে। যা এক ধরনের প্রপাগান্ডার অংশ হিসেবে প্রতিস্থাপন করা হয়েছে।

এ খবরের মধ্যে দাবি করা হয়েছে যে, ২২ ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যার মাধ্যমে সেনাবাহিনীর শান্তি মিশনে অংশগ্রহণের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে, অবৈধ সরকার উৎখাতের দাবি জানিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অজ্ঞাত এক সূত্রে এই দাবিটি তুলে ধরা হয়েছে। এর ফলে, সেনাবাহিনীতে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং দেশটির রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত