Homeজাতীয়সামাজিকতার ভয়ে নারী মাদকাসক্তরা চিকিৎসায় আগ্রহী হন না: ফরিদা আখতার

সামাজিকতার ভয়ে নারী মাদকাসক্তরা চিকিৎসায় আগ্রহী হন না: ফরিদা আখতার


সামাজিক অপবাদ ও স্টিগমার কারণে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা নিতে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

 

রবিবার (২ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

 

ফরিদা আখতার বলেন, ‘দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কিন্তু তারা চিকিৎসায় পিছিয়ে আছেন। সামাজিক লজ্জা, অপবাদ ও কুসংস্কারের কারণে অনেকেই চিকিৎসা নিতে ভয় পান। অথচ মাদকাসক্তি নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলে। এর ফলে সন্তান ধারণ ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নারী মাদক নির্ভরশীলদের উচিত আহ্ছানিয়া মিশনের মতো ভালো প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসা।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ এবং আলোচক হিসেবে বক্তব্য দেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর ড. রাহেনা বেগম, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশে নারী মাদক নির্ভরশীলদের জন্য চিকিৎসা ব্যবস্থা খুবই সীমিত। যেসব নারী সাহস করে চিকিৎসা নিতে আসেন, তারাও সামাজিক অপবাদ ও স্টিগমার শিকার হন। ফলে অনেকেই চিকিৎসা থেকে দূরে থাকেন।’

 

নারী দিবস উপলক্ষে বক্তারা নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা নেওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানান এবং এ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত