Homeজাতীয়সাবেক এমপিদের নিলামে উঠা বেশির ভাগ গাড়িই ল্যান্ড ক্রুজার

সাবেক এমপিদের নিলামে উঠা বেশির ভাগ গাড়িই ল্যান্ড ক্রুজার


মাত্র মাসখানেক সময় পেলে ৫০০ কোটি টাকা মূল্যের ৫২টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় খালাস করতে পারতেন দ্বাদশ সংসদের সদস্যরা। কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তন ও দ্রুততম সময়ে সংসদ ভেঙে দেওয়ায় ‘কপাল পুড়েছে’ ৫২ এমপির। গাড়ি আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্নের পরও সাবেক হয়ে যাওয়ায় এখন আর শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন না সেই এমপিরা।

 

এসব গাড়ি ছাড় করতে হলে এখন ৮৫০ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হবে তাদের। সেই সঙ্গে পূরণ করতে হবে কাস্টমসের শর্তাবলি। তা ছাড়া সাবেক এমপি অনেকেই এখন পলাতক। তাদের এখন আর এই পথে হাঁটার সম্ভাবনা নেই। তাই গাড়ি বন্দরে আসার ৩০ দিন অতিবাহিত হতেই সেগুলো নিলামে তুলছে কাস্টমস কর্তৃপক্ষ। 

 

কাস্টমসের নিলাম শাখা থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বেশির ভাগ গাড়িই ল্যান্ড ক্রুজার। শুল্কসহ এসব গাড়ি ছাড় করলে প্রতিটির দাম পড়বে ৮ থেকে ১০ কোটি টাকা। শুল্কমুক্ত সুবিধায় ছাড় করলে প্রতিটি গাড়ির দাম পড়ত এক থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা। শুল্কমুক্ত সুবিধা নিতে পারলে প্রতি গাড়িতেই এমপিরা ৮/৯ কোটি টাকা ছাড় পেতেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত