Homeজাতীয়সাবেক আইজিপি শহিদুল হকের দুই বস্তা দলিল মিলল আত্মীয়ের বাসায়

সাবেক আইজিপি শহিদুল হকের দুই বস্তা দলিল মিলল আত্মীয়ের বাসায়


Ajker Patrika

সাবেক আইজিপি শহিদুল হকের দুই বস্তা দলিল মিলল আত্মীয়ের বাসায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৫

Photo

সাবেক আইজিপি শহিদুল হক। ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হকের আত্মীয় বাসায় অভিযান চালিয়ে দুই বস্তা দলিলসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় দুদক।

আজ বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হকের আত্মীয়র বাসা থেকে দুই বস্তা দলিল ও নথিপত্র উদ্ধার করেছে দুদক। তাঁর বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান চলছে। শহিদুল হক তাঁর অবৈধ সম্পদ অর্জনের তথ্য সংবলিত নথিপত্র এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছিলেন।

দুদক মহাপরিচালক বলেন, নথিপত্রগুলো গোপন রাখার জন্য সেই আত্মীয় আবার অপর এক আত্মীয়ের বাসায় পাঠান। এসব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। তল্লাশিকালে দুটি বস্তায় মোট ৩৮ ধরনের ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পত্তির দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার ও ব্যাংক হিসাব বিবরণী।

তদন্তের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকার স্থায়ী আমানত ও এফডিআরের নথি পাওয়া গেছে। এ ছাড়া ফারমার্স ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ টাকা জমা রেখেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত