Homeজাতীয়সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, ছত্রভঙ্গ করল পুলিশ

সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, ছত্রভঙ্গ করল পুলিশ


logo

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯: ০৮

Photo

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের ১ নস্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তাঁরা সেখানে ৩০ মিনিটের মতো অবস্থান করেন। পরে শিক্ষা ভবনের দিকে যান তাঁরা। সেখানে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাঁদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল।

এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়েন।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়। ছবি: সংগৃহীত

ঘটনার বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিশৃঙ্খলা করছিল। তাঁরা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছাড়া হয়। কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত