জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, অপরাধের দায় শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের ওপর বর্তায় না; যদি কোনো রাজনৈতিক দলের কর্মী অপরাধে যুক্ত থাকে, তাকেও গ্রেফতার করতে হবে। একইভাবে, কেউ যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালায়, তাকেও আইনের মুখোমুখি হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত “দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি” অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ভিডিও প্রদর্শন করা হয়।
আহত শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে তাদের ওপর চালানো নিপীড়নের বর্ণনা দেন।
ভিডিও দেখুন: https://youtu.be/Fpp_Iw7TFX8?si=tBTYzg9RZxX6pD5c
এম.কে.