Homeজাতীয়শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে

শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেছেন, শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে, যাতে মেধাবীরা এ পেশায় আসতে উৎসাহিত হন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লার দেবিদ্বারে সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আমার আপত্তি আছে। স্যারদের বিদায় নেই। আগে তারা শুধু স্কুল নিয়ে ভাবতেন, এখন তারা বৃহৎ পরিসরে সমাজের দায়িত্ব নেবেন।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাদের ফুলেল শুভেচ্ছা এবং বিভিন্ন উপহার দেওয়া হয়।

বিদায়ী দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার তাগিদ দেন। পাশাপাশি মোবাইল আসক্তি, মাদক, ও ইভটিজিং বর্জনের পরামর্শ দেন। পুরো অনুষ্ঠানটি আবেগঘন ছিল। অনুষ্ঠান শেষে ব্যান্ড বাজিয়ে ফুলের সাজে সুসজ্জিত একটি গাড়িতে দুই শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত