গ্রাহকসেবা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল ও জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।
আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।