Homeজাতীয়মৃত্তিকার গবেষণা কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে: কৃষি উপদেষ্টা

মৃত্তিকার গবেষণা কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে: কৃষি উপদেষ্টা


মৃত্তিকার গবেষণা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের গবেষণা চার দেয়ালে আটকে রাখলে হবে না।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে কৃষি উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘সব সময় বিল্ডিংয়ের ভেতরে না থেকে জমি ও কৃষকের মাঝে কীভাবে যাওয়া যায়, সেটা খেয়াল রাখতে হবে। সব সময় আমরা প্রজেক্ট বানাতে চাই, ভবন বানাতে চাই। আমার মনে হয়, কৃষি মন্ত্রণালয় থেকে সব সময় বিল্ডিং তৈরির বিরোধিতা করা উচিত। ভবন বানানো হয় কৃষিজমি নষ্ট করে। এই জন্য কৃষিজমি কমছে।’

কৃষি উপদেষ্টা বলেন, কৃষিজমি সুরক্ষা আইন কার্যকর করার বিষয়ে সরকারের একটা চেষ্টা আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও দ্রুত আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অপারেশন ডেভিল হান্ট চলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত