Homeজাতীয়‘বিবেকামুনান্ড’ বললে রাগ করব, ট্রাম্পকে টিপ্পণী দিলেন- মীর

‘বিবেকামুনান্ড’ বললে রাগ করব, ট্রাম্পকে টিপ্পণী দিলেন- মীর


‘বিবেকামুনান্ড’ বললে রাগ করব’—মার্কিন মসনদে এখনও বসা হয়নি ডোনাল্ড ট্রাম্পের; তাঁর আগেই তাকে মিষ্টি খোঁচা মেরে বসলেন ভারতীয় উপস্থাপক-অভিনেতা মীর আফসার আলি!

কমেডিয়ান-অভিনেতা মীর ফেসবুকে লিখলেন, ‘‘জিতেছেন ভালো কথা… কিন্তু ফের ভারতে এসে ‘বিবেকামুন্ডান বললে রাগ করব।’’

সব সমীক্ষা উল্টে দিয়ে ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্রের চালকের আসনে ট্রাম্প। এখন বিশ্ব রাজনীতিতে তিনিই ‘ট্রাম্প কার্ড’। কমলা হ্যারিসকে হারিয়ে ম্যাজিক ফিগার আগেই ছুঁয়ে ফেলেছন, ৪৭তম মার্কিন রাষ্ট্রপতি পদে ট্রাম্পের শপথ গ্রহণ এখন সময়ের অপেক্ষা। এই মুহূর্তে ফিরে এল প্রায় বছর পাঁচেক আগের একটি ঘটনা। 

২০২০ সালে ট্রাম্পের জিভ-বিভ্রাটে হেসে খুন হয়েছিল ভারতীয়রা। ভারত সফরে সেই কাণ্ডটি ঘটে। বিশেষত, বাঙালির আবেগের জায়গায় খোঁচা দিয়েছিলেন ট্রাম্পও। স্বামী বিকেকানন্দকে সোজা ‘বিবেকামুন্ডান’ বলে ফেলেছিলেন। সেই উচ্চারণ খোঁচার কথা স্মরণ করিয়ে এদিন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত