Homeজাতীয়বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু


 

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নার্সিং শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল (৫ মার্চ ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা (২৩)। তিনি ওই এলাকার বাসিন্দা হিমাংশু চক্রবর্তীর মেয়ে এবং বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ইফতার শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে ছাদে হাঁটছিলেন অপর্ণা। অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান, এতে তার বুকে ও পায়ে গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে অপর্ণার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত