Homeজাতীয়পুরস্কার পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান

পুরস্কার পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান


বেবী নাজনীন ও জয়া আহসান- দুটি নামের সঙ্গে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। সুদীর্ঘ সময় থেকে বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছেন অসামান্য প্রতিভা দিয়ে।


এবার সঙ্গীত এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের বিশেষ সন্মামনা পেতে যাচ্ছেন ব্লাক ডায়মন্ড’খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন ও দুই বাংলার প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান। তার এই সম্মাননা প্রদাণ করবে দেশের কালচারাল সাংবাদিকদের স্বনামধণ্য সংগঠন সিজেএফবি। বেবী আর জয়ার পাশাপাশি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে যমুনার টিভির সিইও সাংবাদিক ফাহিম আহমেদকে।

আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সন্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সিজেএফিব’র সভাপতি এনাম সরকার। একই অনুষ্ঠানে আজীবন সন্মাননা তুলে দেয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে।

এছাড়া ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বর্ষসেরা পারফর্মন্সের জন্য পুরস্কৃত হবেন তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত