মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেপ্তারের পর বিএনপি নেতাকর্মীরা থানার মধ্যে হট্টগোল সৃষ্টি করে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, পুলিশের সহায়তায় তরিকুলকে গ্রেপ্তার করা হলেও রাতের দিকে শতাধিক বিএনপি নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়। এক পর্যায়ে তারা পুলিশকে অগ্রাহ্য করে তরিকুলকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ প্রশাসন জানিয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, “পুলিশ বাধা দিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।”
তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা।