Homeজাতীয়তরুণরা উপভোগ করবে বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা

তরুণরা উপভোগ করবে বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা


তরুণদের ‘বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা’ দিতে আগামী ৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ এর ব্যবসা বিষয়ক শীর্ষ প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’র ১৫তম সংস্করণ। দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বিগত ছয় দশক ধরে দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করছে। সে ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা বৃদ্ধিতে ‘বিজমায়েস্ট্রোজ’ প্রতিযোগিতা চালু করা হয়।

এ বছর বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতায় তরুণদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের পরিবর্তিত চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া যোগ্যতার মাপকাঠিতে রাখা হয়েছে, সদ্য স্নাতক পেরুনো শিক্ষার্থীদের পাশাপাশি, দুই বছরের কর্ম অভিজ্ঞতা সম্পন্ন পেশাদারদের। 

এবার ২০২৪ সালের ক্যাম্পেন এর থিম ‘পাওয়ার অব ইউ’ এবং প্রতিযোগিতার লক্ষ্য বৈশ্বিক কোম্পানি ইউনিলিভারের বৈচিত্র্যময় ব্র্যান্ড, বিভিন্ন শ্রেণির ভোক্তা ও মেধাবীদের সঙ্গে অংশগ্রহণকারীদের কাজের সুযোগ করে দেয়া। ইউনিলিভার প্রতিষ্ঠানটির সর্বাধুনিক ডিজিটাল ও প্রযুক্তিভিত্তিক সেবার ব্যবহার ও সাসটেইনাবিলিটি কার্যক্রম সম্পর্কে মেধাবীদের অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে এবং কোম্পানিটির বিভিন্ন ব্র্যান্ডগুলো প্রতিদিন দেশের প্রতি ১০টি পরিবারের ৯টিতেই ইতিবাচক ভূমিকা রাখছে।

এ বছর মূল কার্যক্রম বুটক্যাম্প ট্রেনিং, মেন্টরশিপ, বিভিন্ন ব্যবসা-ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা গ্রহণ এবং দ্রুততম সময়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিজমায়েস্ট্রোজ। এ প্রতিযোগিতার বিজয়ীরা ইউনিলিভার ফিউচার লিডার’স লিগের আন্তর্জাতিক রাউন্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সৈয়দা দুরদানা কবির বলেন, ‘ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইউনিলিভার বাংলাদেশ কয়েক দশক ধরে ভূমিকা রেখে আসছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনের জন্য প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন শুরু হয় স্নাতক সম্পন্নের পূর্বেই।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত