বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। এক ঘণ্টার বৈঠকে তারা শান্তি ও নিরাপত্তাবিষয়ক প্রধান আঞ্চলিক ইস্যু এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মার্কিন প্রতিনিধিদলে ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল এ চুলিক ও অ্যান্ড্রু হেরুপ।
তারা রোহিঙ্গা ইস্যু ও মিয়ানমার পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা করেন।
মার্কিন প্রতিনিধিদল এই সমস্যা সমাধানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করে।