Homeজাতীয়জমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে এলে দুর্নীতি কমবে: ভূমি উপদেষ্টা

জমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে এলে দুর্নীতি কমবে: ভূমি উপদেষ্টা


আইন মন্ত্রণালয় থেকে জমি রেজিস্ট্রেশন অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় সেবা বিষয়ক দুর্নীতি বহুলাংশে কমবে এবং জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে।

আজ সোমবার ভূমি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ভূমি ভবনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন।

ভূমি ভবনে আয়োজিত সেমিনারে অতিথিরা। ছবি: সংগৃহীত
ভূমি ভবনে আয়োজিত সেমিনারে অতিথিরা। ছবি: সংগৃহীত

উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে। ভূমি সেবার ডিজিটালাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণ নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা মোকদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে।

সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরেঘুরে দেখানো হয়। পরে ভূমি উপদেষ্টা, ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বোর্ডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামানসহ ভূমি মন্ত্রণালয় ও ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত