“২৪-এর স্পিরিটে আমরা বদলাইনি”—এ শিরোনামে সম্প্রচারিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় একটি বিশ্লেষণমূলক অনুষ্ঠান পর্বে আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। আলোচনায় উঠে আসে—বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রকৃত বাস্তবতা নিয়ে আত্মজিজ্ঞাসা।
অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন তোলেন, “ইউনুস সাহেবকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি এমনভাবে দেশ চালাচ্ছেন, যাতে নির্বাচনের প্রয়োজনই পড়ে না। তাহলে কি আমরা আসলেই বদলাইনি?”
জবাবে ডা. আব্দুন নূর তুষার বলেন, “আমরা বদলেছি কিনা, প্রশ্নটা জটিল। কারণ ‘আমরা’ বলতে কাদের বোঝানো হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ।”
উত্তরে মুহিউদ্দীন বলেন, “এই রাজনৈতিক দল ও সরকারপন্থীদের বাইরে যারা আছেন—তাদের বোঝানো হচ্ছে।”
ডা. তুষার এরপর ব্যাখ্যা করেন, “শহুরে উচ্চবিত্ত শ্রেণি (আরবান এলিট) বদলায়নি। আবার গ্রামের সাধারণ মানুষও বদলায়নি। তারা বরাবরই সাধারণ জীবনযাপন করে এবং সরকারে কে আছে, সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। বরং তারা চায় ন্যায্য বিচার, জীবনমান উন্নয়ন এবং সরকারি সহায়তা।”
তিনি বলেন, “গ্রামের মানুষ জানতে চায় সরকার তাদের জন্য কী করছে। দরিদ্রদের জন্য ঋণ, শালিশে বিচার—এইসবই তাদের কাছে গুরুত্বপূর্ণ।”
এসএফ