Homeজাতীয়কখনও কলহ দেখা যায়নি তবু দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

কখনও কলহ দেখা যায়নি তবু দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার


সাভারের আশুলিয়ায় শাওন ও হাফিজা নামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা উভয়েই আশুলিয়ার দি রোজ নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ৫ মাস ধরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকে শাওন-হাফিজা দম্পতি। তারা উভয়েই পোশাক কারখানায় কাজে সুবাদে সকালে কাজে বের হয়ে যায়। আজ রাতে কারখানার কাজ শেষ করে তারা বাসায় আসে। পরে রাতে তাদের ঝুলন্ত লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে বাড়িওয়ালা আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা দম্পতিদের মধ্যে পারিবারিক কলহ কখনও দেখা যায়নি। এছাড়াও তারা ঋণগ্রস্ত ছিলেন না বলে আমি জানতাম। হঠাৎ আজ রাতে ওই দম্পতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাকে জানালে পরে আমি আশুলিয়া থানা পুলিশকে খবর দেই।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত