ম্যানসিটির ইতিহাসে প্রথম ব্যালন ডি’অর জয়ী রদ্রি তার দেশ স্পেনের ইতিহাসে দ্বিতীয়, ১৯৬০ সালের পর প্রথম, ২০১৮ সালে লুকা মডরিচের পর দ্বিতীয় মিডফিল্ডারÑ ধুর এ সব কোনো খবর নাকি? ভিনিসিয়াস জুনিয়র যে ২০২৪ ব্যালন ডি’অর জেতেননি, বিশ্ব ফুটবলে এটাই এখন সবচেয়ে বড় খবর! রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে রীতিমতো বরযাত্রার প্রস্তুতিই নিয়ে রাখা হয়েছিল।
Source link