Homeজাতীয়একুশে পদক পেলেন অভ্র কিবোর্ডের চার নির্মাতা

একুশে পদক পেলেন অভ্র কিবোর্ডের চার নির্মাতা


বাংলা টাইপিংয়ে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ অভ্র কিবোর্ডের নির্মাতা মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা একুশে পদক পেয়েছেন।

আজ (২০ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পুরস্কার তুলে দেন।

২০০৩ সালে চালু হওয়া অভ্র কিবোর্ড ধ্বনিগত টাইপিং পদ্ধতির মাধ্যমে বাংলা লেখাকে সহজ ও জনপ্রিয় করে তোলে।প্রথমে শুধু মেহেদী হাসান খানকে পদকের জন্য মনোনীত করা হলেও  পরে তার সহযোগীদের কেও অন্তর্ভুক্ত করা হয়।

এ বছর ১৮ ব্যক্তি ও দলকে একুশে পদক-২০২৫ দেওয়া হয়, যা সঙ্গে ৩৫ গ্রাম স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত