লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন,উপদেষ্টা পরিষদে নতুন মুখ আসবে খুব তাড়াতাড়ি। হাংকেরে বুইড়া খাটাস দূরীকরণ কর্মসূচি চলবে। এই সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইছি আমরা সবাই মিল্যা। এইবার পুরা বিপ্লবী সরকার বানামু ইনশাআল্লাহ।