আল জাজিরাকে চিকিৎসা সূত্র জানিয়েছে, বুধবার ভোর থেকে ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, এবং সাম্প্রতিক ঘণ্টাগুলোতে আরও ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া গেছে।
জাতিসংঘ জানিয়েছে, ১৮ মার্চ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে গাজায় আনুমানিক ৫ লাখ মানুষ “নতুন করে বাস্তুচ্যুত বা আবার ঘরছাড়া” হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাফৎস বলেছেন, তাদের দেশের “নীতিতে স্পষ্টতা” আছে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রদান করা হচ্ছে হামাসের ওপর চাপ সৃষ্টি করার একটি “অস্ত্র” হিসেবে।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/17/live-israel-kills-dozens-in-new-gaza-attacks-as-500000-forcibly-displaced