Homeজাতীয়আশুলিয়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের ভেতরে মিলল মাটিচাপা লাশ

আশুলিয়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের ভেতরে মিলল মাটিচাপা লাশ


সাভারের আশুলিয়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারীর ভেতরে মাটিচাপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় নিহতের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুরের মাধবপুর গ্রামের হারুন মিয়ার মালিকানাধীন ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হৃদয় বন্ধুদের সঙ্গে বেতারের বাউন্ডারির ভেতরে খেলাধুলা করার জন্য যায়। পরে রাত হলেও তিনি বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। কিন্তু হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাউন্ডারির ভেতরে কয়েকজন কিশোর খেলাধুলা করার জন্য প্রবেশ করলে তারা হৃদয়ের মাটিচাপা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন।

কাশিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহটি আশুলিয়া থানা এলাকায় হওয়ায় তাদের অবহিত করা হয়েছে।

 আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন হৃদয়। এছাড়াও মৃত্যুর কারণ জানার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত