আলজেরিয়া ও মিসরের সঙ্গে জ্বালানি, কৃষি, মানবসম্পদ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। দেশ দুটির সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ইতোমধ্যে আলজেরিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আলজেরিয়া ও বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মিসরের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন মো. জসীম উদ্দিন।
সোমবার (৩ (ফেব্রুয়ারি) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মিসর ও আলজেরিয়া আফ্রিকার দুটি গুরুত্বপূর্ণ দেশ। আমরা আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে চাই। সামনের দিনগুলোতে ওই দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর আরও হবে।’
আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা
বিশ্বের দশম বৃহত্তম তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ হচ্ছে আলজেরিয়া। বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী দেশটি। ইতোমধ্যে জ্বালানি উপদেষ্টা ওই দেশের জ্বালানিমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের পেট্রোবাংলা ও আলজেরিয়ার সোনাট্র্যাকের মধ্যে জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত হয়ে আছে। আলজেরিয়ার জ্বালানিমন্ত্রীর ঢাকা সফরের সময়ে ওই স্মারক সই হতে পারে।’
বাণিজ্য বৃদ্ধি, কৃষি ও সরাসরি বিমান চলাচল চুক্তি, রোহিঙ্গাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে দুই পররাষ্ট্র সচিব আলোচনা করবেন বলে তিনি জানান।
মিসরের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা
বাংলাদেশ ও মিসরের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, কৃষি সহযোগিতা, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে দুই পররাষ্ট্র সচিবের।
এ বিষয়ে সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মিসর। এছাড়া দক্ষ কর্মীরও চাহিদা রয়েছে সে দেশে। মানবসম্পদ খাতে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ রয়েছে।’
মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন এবং মানবসম্পদ উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে তিনি জানান।