প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের লিফলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে। এই লিফলেট বিতরণ বা কর্মসূচিতে কেউ গেলে গ্রেফতার করা হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছে। তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন, তাদের জন্য কড়া বার্তা—তাদের গ্রেফতার করা হবে। লিফলেটের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে।’
তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে। এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে প্রাইম মিনিস্টার বলছে।’
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন, রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।’