প্রতিনিয়তই ফেসবুক তার ইউজারদের নিরাপত্তা ও সুবিধার জন্য নানান ফিচার যুক্ত করে থাকে এবং ফিচারগুলো দেশভেদে চালু বা বন্ধ করারও অপশন রয়েছে। তেমনি এবার চালু হলো এক নতুন ফিচার বাবা-মায়ের অনুমতি ছাড়া একাউন্ট খোলা যাবে না।
ফেসবুকে কাদের জন্য এই নিয়ম করেছে আর কবে থেকে চালু হলো, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিই-
নাবালক ব্যবহারকারীদের সামনে যেন কোনো প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট চলে না আসে তা নিয়ন্ত্রণে নানান ব্যবস্থা নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার বাবা-মায়ের অনুমতি ছাড়া ফেসবুকে একাউন্ট খুলতে পারবে না নাবালকরা।
এরইমধ্যে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতেও সরকারিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন এই নিয়ম এনেছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা (Meta)। এই ব্যবস্থায় ছেলে-মেয়ের একাউন্ট এক্সেস করতে পারবেন অভিভাবকরা। বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮ এর নিচে কেউ সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুলতে পারবে না।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইতোমধ্যে নাবালকদের জন্য নতুন বিধি-নিষেধ চালু করেছে। বিধি-নিষেধগুলো হলো- অভিভাবকের অনুমতি ছাড়া ১৮ বছরের নিচের কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে একাউন্ট খুলতে পারবে না। বয়স যাচাই করতে হবে বৈধ নথির মাধ্যমে। ফলে ভুয়া বয়স দিয়ে একাউন্ট খোলার সুযোগও থাকছে না। আর ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের একাউন্টের নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে।
নতুন নিয়ম অনুসারে অভিভাবকরা সন্তানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্টের নির্দিষ্ট কিছু অংশ পর্যবেক্ষণ করতে পারবেন। সন্তান কার সঙ্গে যোগাযোগ করছে তা দেখতে পারবেন, কতক্ষণ ব্যবহার করবে তাও নির্ধারণ করতে পারবেন। তবে বার্তার বিষয়বস্তু দেখা যাবে না। শুধু যোগাযোগের তথ্য জানা যাবে।
অনেকেই বয়স বাড়িয়ে একাউন্ট খুলতো। কিন্তু এবার থেকে প্রমাণ হিসেবে দিতে হবে নথি। ফলে আর মিথ্যা বলার সুযোগ নেই। নথি অনুযায়ী বয়স ১৬ বছরের কম হলে একাউন্টের নিয়ন্ত্রণ চলে যাবে অভিভাবকদের হাতে। এছাড়াও কিছু বিধি-নিষেধের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন অপ্রাপ্ত বয়স্করা।
সূত্র: https://tinyurl.com/2s3cyc8d