কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রসঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে শুধু টিটিসি না; (এমন অনেক সংস্থারই) বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারী আছে সেবা নেই। এটা আমার গত ৬ মাসের অভিজ্ঞতা, আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। সেখানে ভালো কিছু করার জন্য।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘শিক্ষার্থীরা এসএসসি-এইচএসসি পাস করার পর কয়েক মাস সময় পায়। তখন যেন তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসা হয়।’
ডিসিরা সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। প্রশিক্ষণ যারা নিয়েছে শুধু তাদের না, তাদের ডাটাবেজ আমাদের আছে। উনাদের মতো আমরাও ভাবছি যে, বিদেশে যারা যেতে চায় অচিরেই তাদের ডাটাবেজ করা শুরু হবে। জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আরও বেশি সচেতনতার তৈরির কথা বলেছেন। সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে, বোয়েসেল সেটিকে আরও জোরদার করার কথা ডিসিরা বলেছেন। আমাদের কাছে শুনে এটা ভালো লেগেছে যে এটা আসলে আমরাও ভাবছি।’
বৈঠকে আলোচনার মধ্যে ছিল, জেলা পর্যায়ে টিটিসিগুলোতে বোয়েসেল-এর সেল স্থাপন ও জনশক্তি রফতানিতে এর ভূমিকা শক্তিশালীকরণ, প্রবাসীদের সম্পত্তি সুরক্ষার জন্য প্রবাসী সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড চালু করা, সংশ্লিষ্ট জেলা পর্যায়ে বিদেশগামী নাগরিকদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন আয়োজন।