Homeখেলাধুলা১০ জন নিয়েও বার্সার দাপুটে জয়

১০ জন নিয়েও বার্সার দাপুটে জয়


১০ জনের দল নিয়েও বেনফিকার বিপক্ষে দারুণ লড়াই করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রায় ৭০ মিনিট একজন কম নিয়ে খেলা দলের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখানো গোলরক্ষক ভয়চেখ শেজনি।

ম্যাচের শুরুতেই গোল খাওয়ার হাত থেকে দলকে বাঁচান শেজনি, আর প্রথমার্ধেই দুইবার গোলের সুযোগ পান লেভানডোভস্কি, তবে বেনফিকার গোলরক্ষক ট্রুবিন দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।

২০ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা—ডিফেন্ডার পাও কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দশজনের দল নিয়ে খেলতে হয় কাতালানদের। এরপর থেকেই বেনফিকা একের পর এক আক্রমণ চালাতে থাকে, কিন্তু শেজনির অবিশ্বাস্য কিছু সেভ বার্সাকে ম্যাচে রাখে।

৬০ মিনিটে হঠাৎ ম্যাচের চিত্র পাল্টে যায়। মাঝমাঠে বল কেটে নিয়ে একাই এগিয়ে যান রাফিনিয়া, দূরপাল্লার এক শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে! এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

শেষ মুহূর্তে বার্সেলোনা ভাগ্যের সহায়তা পেয়েছে—শেজনি বক্সের ভেতর বেলোত্তিকে ফাউল করলেও ভিএআর দেখায় যে ইতালিয়ান ফরোয়ার্ড অফসাইডে ছিলেন। এরপর যোগ করা সময়ে রেনাতো সানচেসের জোরালো শটও দুর্দান্ত সেভে আটকে দেন শেজনি।

হ্যান্সি ফ্লিকের দল এই জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল। আগামী ৯ মার্চ লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত