Homeখেলাধুলাহামজার পর নতুন চমক, লাল-সবুজে খেলবেন সামিত সোম!

হামজার পর নতুন চমক, লাল-সবুজে খেলবেন সামিত সোম!


নতুন গল্প, নতুন আশার আলো—হামজার পর এবার সামিত সোম! কানাডায় জন্ম, বেড়ে ওঠা আর ফুটবল ক্যারিয়ার গড়লেও হৃদয়ে লাল-সবুজের টান ঠিকই টের পেয়েছেন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার। অবশেষে অপেক্ষার অবসান—সামিত জানিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, সামিতের ‘হ্যাঁ’ পাওয়ার পরপরই শুরু হচ্ছে তার পাসপোর্ট প্রক্রিয়া। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সামিতের অভিষেকের লক্ষ্য বাফুফের। সেই লক্ষ্য পূরণে চলছে নানা আনুষ্ঠানিকতা।

সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। এর আগে কানাডার অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ ও জাতীয় দলে অংশ নিয়েছেন তিনি। যদিও কানাডার হয়ে খেলায় ফিফার অনুমোদনও লাগবে, তবে বাফুফে আশাবাদী যে কোনো জটিলতা ছাড়াই সবকিছু সম্পন্ন হবে।

জামাল ভূঁইয়া, তারিক কাজীর পর এবার সামিত সোম—বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের জাতীয় দলে আসার এই ধারা আরও গতি পাচ্ছে। আর সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা হামজা চৌধুরীর ঐতিহাসিক অভিষেক তো আগুন জ্বেলে দিয়েছে ফুটবলপ্রেমীদের মনে।

সামিতও চান সেই আগুনের অংশ হতে। আগ্রহ দেখিয়েছেন জাতীয় দলের ভবিষ্যৎ সূচি সম্পর্কে জানতেও। একদিকে ফিফার অনুমোদন, অন্যদিকে সময়ের চাপে দৌড়—সবকিছুর মধ্যে দিয়ে যদি সামিত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারেন, তবে সেটা হবে আরেকটি বড় মাইলফলক বাংলাদেশের ফুটবলের জন্য।

লাল-সবুজের স্বপ্ন এবার সামিতের চোখেও। অপেক্ষা শুধু সেই প্রথম বাঁশির, যা জানান দেবে—বাংলাদেশের হয়ে শুরু হলো আরেকটি প্রবাসী তারকার নতুন অধ্যায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত