Homeখেলাধুলাশেষ পর্যন্ত বিটিভিতে রক্ষা বিসিবির

শেষ পর্যন্ত বিটিভিতে রক্ষা বিসিবির


বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তেমন আগ্রহ না থাকায় এবার পিছিয়ে এসেছে বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলো। রোববার সিলেটে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব কেনার আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। ফলে বাধ্য হয়েই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচগুলো সম্প্রচার করবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দুইটি টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে তাদের চ্যানেলে। বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড ব্যবহার করে এই সম্প্রচার করবে তারা।

বিসিবি গত ১৯ মার্চ সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থসহ প্রস্তাব (EOI) চেয়ে দরপত্র আহ্বান করেছিল। তবে ৭ এপ্রিল শেষ সময়সীমা পেরিয়ে গেলেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেনি।

ক্রিকেট ভক্তদের জন্য বিষয়টি হতাশাজনক হলেও এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাস্তব কারণ। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ভক্ত-সমর্থকদের মাঝে উত্তেজনার ঘাটতি থাকায় অনেক সময় টেলিভিশন সম্প্রচারে কাঙ্ক্ষিত দর্শকসংখ্যা পাওয়া যায় না। লোকসানের আশঙ্কায় এবার তাই চ্যানেলগুলো পিছু হটেছে।

সাধারণত ঘরোয়া সিরিজগুলো সম্প্রচারের দায়িত্ব পালন করে আসছিল টি স্পোর্টস এবং জি টিভি। এসব চ্যানেলের সম্প্রচার অধিকার ছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে। তবে এবারের সিরিজের জন্য সেই আগ্রহ দেখা যায়নি।

উল্লেখ্য, প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত