Homeখেলাধুলালিভারপুলে আরও দুই বছর থাকছেন ‘মিশরীয় রাজা’ সালাহ

লিভারপুলে আরও দুই বছর থাকছেন ‘মিশরীয় রাজা’ সালাহ


সব জল্পনা-কল্পনার অবসান অবশেষে হলো। লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ শেষ পর্যন্ত লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পুরো মৌসুম জুড়ে তার অ্যানফিল্ড ছাড়ার গুঞ্জন থাকলেও ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন অলরেডদের সঙ্গে, যার আগের চুক্তি শেষ হতো চলতি জুনেই।

সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদের কাছ থেকে ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও সালাহকে ঘিরে গুঞ্জন ছিল তুঙ্গে। তবে শেষমেশ ‘অ্যানফিল্ডের রাজাসিংহাসনে’ বসেই ঘোষণা দিলেন নিজের থেকে যাওয়ার সিদ্ধান্ত।

সালাহ লিভারপুলে থাকা বিষয়ে বলেন, ‘আট বছর খেলেছি এখানে, আশা করি দশ বছর পূর্ণ করব। এই দলটা দারুণ, আমাদের সামনে আরও শিরোপা জেতার সুযোগ আছে।’

এদিকে ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৩৯৩ ম্যাচে করেছেন ২৪৩ গোল ও ১০৯ অ্যাসিস্ট। চলতি মৌসুমেই তিনি প্রিমিয়ার লিগেই করেছেন ২৭ গোল।

এই চুক্তি বিশেষকরে লিভারপুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সালাহর পাশাপাশি ক্লাবের আরও দুই তারকা অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড-এর চুক্তিও শেষ হতো এবার। ফন ডাইকও নতুন চুক্তির কাছাকাছি, যদিও ট্রেন্টের ব্যাপারে রিয়াল মাদ্রিদের আগ্রহ বেশ জোরালো।

সালাহের আগের বেতন ছিল সপ্তাহে ৩.৫ লাখ পাউন্ডের বেশি, যা ক্লাব ইতিহাসের সর্বোচ্চ। নতুন চুক্তিতেও তার বেতন কাটা হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, ক্লাব ম্যানেজার আর্নে স্লট জানিয়ে দিয়েছেন, ‘সালাহ নিজেই যথেষ্ট বুদ্ধিমান—সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

অবশেষে, মাঠে যেমন রাজা, তেমনি কথায়ও। সালাহ নিজেই লিখে দিলেন, এই রাজত্ব এখনই শেষ হচ্ছে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত