টানটান উত্তেজনার এক ম্যাচ, শেষ বল পর্যন্ত অদলবদল হয়েছে নাটকের দৃশ্যপট। বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে খুলনা টাইগার্স প্রায় জয়ের দুয়ারে পৌঁছেও হয়েছে স্বপ্নভঙ্গের শিকার। ১৩০ রানে ৭ উইকেট হারিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল খুলনার হাতে, কিন্তু শেষ মুহূর্তে আরাফাত সানি ও আলিস আল ইসলামের দুর্দান্ত ক্যামিওতে অবিশ্বাস্য জয় তুলে নেয় চিটাগং কিংস।
ম্যাচ শেষে হতাশ খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তবে হারের দায় শুধুই শেষ ওভারের ওপর চাপাননি। তার মতে, ১৮তম ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছিল। সেই ওভারে অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ১৩ রান দেওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায় বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শেষ ওভারে আমরা ১৫ রান দিয়েছি ঠিকই, কিন্তু আমার মনে হয়, আমরা ম্যাচ হেরেছি ১৮তম ওভারেই। ওই ১৩ রানই আমাদের হারিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এত অভিজ্ঞ একজন বোলারের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করিনি।’
শেষ ৩ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ৩৪ রান। তখনও খুলনার জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু হোল্ডারের ওভারে আলিস আল ইসলামের এক ছক্কা ও এক চারে ম্যাচ ঘুরে যায়। যদিও তার আগের দুই ওভারে হোল্ডার মাত্র ১০ রান দিয়েছিলেন, কিন্তু শেষ ওভারের আগে এই ধাক্কাই খুলনাকে ম্যাচ থেকে ছিটকে দেয় বলে মনে করেন মিরাজ।
নিজের অনুভূতির কথা জানিয়ে খুলনা অধিনায়ক বলেন, ‘আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল, মনে হচ্ছিল যেকোনো সময় কিছু একটা হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।’
এই পরাজয়ে ফাইনালের স্বপ্নভঙ্গ হলো খুলনার, আর চিটাগং কিংস অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জায়গা করে নিলো শিরোপা লড়াইয়ে।