দুই ফুটবল তারকার মাঠের ভেতর-বাইরে দারুণ বন্ধুত্ব। বলা হচ্ছে ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের কথা। আর এবার সেই সুয়ারেজ মুখ খুললেন এক রোমাঞ্চকর কথোপকথন নিয়ে। যা শুনে উন্মাদনায় ভাসছে আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপকে ঘিরে মেসির পরিকল্পনা নিয়ে রহস্য রেখেই দারুণ ইঙ্গিত দিলেন এই উরুগুইয়ান কিংবদন্তি।
সম্প্রতি উরুগুয়ের গণমাধ্যম Ovación-এর সঙ্গে সাক্ষাৎকারে লুইস সুয়ারেজ জানান, মেসির সঙ্গে অবসর আর বিশ্বকাপ নিয়ে প্রায়ই মজা-মাস্তিতে কথা হয়। তবে সেই কথার মাঝেই উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। সুয়ারেজ জানালেন, ‘ও (মেসি) আসলে বিশ্বকাপে খেলতে চায়। পরের বছরের বিশ্বকাপটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তবে অবশ্য সরাসরি মেসির সিদ্ধান্ত জানাতে নারাজ সুয়ারেজ। ‘আমি তাকে এটা নিয়ে জিজ্ঞেস করি না। সময়ই সব জানাবে। ওকে আমি খুব ভালো করে চিনি। কে জানে, হয়তো চুপিচুপি কিছু ভেবেই রেখেছে লিও।’
নিজের ব্যাপারে সুয়ারেজ জানিয়ে দিয়েছেন, তিনি খেলোয়াড় হিসেবে আর বিশ্বকাপে থাকছেন না। ‘এবার আমি বিশ্বকাপ উপভোগ করব একজন উরুগুইয়ান, বাবা আর দর্শক হিসেবে। ফুটবলার থাকার সেই টেনশন, রোমাঞ্চ এবার দূর থেকে দেখতে চাই।’
২০২৪ কোপা আমেরিকার পর জাতীয় দল থেকে বিদায় নেন সুয়ারেজ। বিতর্ক আর বিয়েলসার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
এদিকে, ইন্টার মায়ামির হয়ে দুই বন্ধু এখন খেলছেন কাঁধে কাঁধ মিলিয়ে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। সামনে অপেক্ষা করছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে লড়াই।
এমএলএসেও মায়ামির পারফরম্যান্স বেশ ভালো। শেষ ম্যাচে গোলশূন্য ড্র করলেও টেবিলের শীর্ষ দল কলম্বাস ক্রুর সঙ্গে ব্যবধান মাত্র তিন পয়েন্ট।
আর আসল চ্যালেঞ্জ আসতে চলেছে বছরের সবচেয়ে বড় মঞ্চে — ক্লাব বিশ্বকাপে। যেখানে গ্রুপ ‘এ’ তে প্রতিপক্ষ পালমেইরাস, পোর্তো আর আল-আহলি।