Homeখেলাধুলামালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে বাংলাদেশের বিশাল জয়

মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে বাংলাদেশের বিশাল জয়


নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা তুলে নিয়েছে ১২০ রানের বিশাল জয়। মালয়েশিয়ার পুরো দল মাত্র ২৯ রানে গুটিয়ে যায়। বোলিংয়ে নেতৃত্ব দেন নিশিতা আক্তার নিশি, যিনি মাত্র ৩ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন।

মালয়েশিয়ার ব্যাটিং বিপর্যয় ছিল নজিরবিহীন। দলের সর্বোচ্চ ৫ রান আসে নুর আলিয়া বিন্তির ব্যাট থেকে। তিন ব্যাটার আউট হন শূন্য রানে, চারজন করেন ১ রান করে। অতিরিক্ত থেকে আসে ১২ রান, যা তাদের ইনিংসে সর্বোচ্চ অবদান রাখে।

বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল অবিশ্বাস্য। নিশিতার ৫ উইকেটের পাশাপাশি আনিসা সোবা নেন ২ উইকেট এবং হাবিবা ইসলাম শিকার করেন ৩টি উইকেট। কেবল ফারজানা ইয়াসমিন উইকেটশূন্য থাকলেও তার ৩ ওভারে খরচ হয় মাত্র ৮ রান।

ব্যাটিংয়েও ছিল বাংলাদেশের দাপট। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ রান করেন। ইভা করেন ১৬ বলে ১৯ রান। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন ১১ বলে ১২। জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এবং সাদিয়া আক্তার ১৯ বলে ঝড়ো ৩১ রান করেন। এতে বাংলাদেশ ২০ ওভারে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে নেমে মালয়েশিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় তারা। টানা দুই জয়ে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও নিজেদের দাপট ধরে রাখল সুমাইয়া আক্তারের দল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত