Homeখেলাধুলাভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে নড়বড়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে নড়বড়ে বাংলাদেশ


দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। ১৫ ওভার শেষে নাজমুল হোসেন শান্তর দলের স্কোর মাত্র ৬২/৫—ব্যাটিং লাইনআপের এমন ভেঙে পড়া সমর্থকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্যাটিং ইনিংসের শুরুতেই ভারতীয় পেসার ও স্পিনাররা চাপ সৃষ্টি করেন। মোহাম্মদ শামির আগুনঝরা বোলিংয়ে প্রথম তিন ওভারের মধ্যেই কোন রান না করে ফিরে যান সৌম্য সরকার ও নাজমুল শান্ত । এরপর অক্ষর প্যাটেলের জোড়া আঘাতে আরও নড়বড়ে হয়ে পড়ে বাংলাদেশ।

তানজিদ হাসান ২৫ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেছেন, কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিমের শূন্য রানে বিদায় নিলে বিপাকে পড়ে টাইগাররা। ভারতের হয়ে এখন পর্যন্ত অক্ষর প্যাটেল ২ উইকেট, শামি ২ উইকেট এবং হর্ষিত রানা ১ উইকেট নিয়েছেন।

এই মুহূর্তে ক্রিজে আছেন তৌহিদ হৃদয় (১৪) ও জাকের আলি (১৫)। তাদের দায়িত্ব এখন দলকে টেনে তোলা। তবে ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে কতদূর যেতে পারবে বাংলাদেশ?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত