Homeখেলাধুলাবিশ্বকাপ বাছাইয়ে উইন্ডিজদের কাছে জ্যোতিদের হার

বিশ্বকাপ বাছাইয়ে উইন্ডিজদের কাছে জ্যোতিদের হার


জিতলেই নিশ্চিত হতো বিশ্বকাপে খেলা, এমন পরিস্থিতিতে জয় পায়নি জ্যোতি-শারমিনরা। লাহোরে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ১১তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ৫০ ওভারে ২২৭ রান করে বাংলাদেশ, জবাবে ৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয় নারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী দলের ইনিংস গড়ার মূল ভিত গড়েন দুই ওপেনার ফারজানা হক ও শারমিন আখতার। শারমিন ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন ১০টি চারে। ফারজানার ব্যাট থেকে আসে ৪২ রান। তবে মিডল অর্ডার ব্যর্থ হয়ে পড়ে আলিয়াহ এলেইনের দাপটে, যিনি একাই ৪ উইকেট শিকার করেন। শেষদিকে রাবেয়া খানের ২০ বলে ২৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২২৭/৯।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দিকে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্ট্যাফানি টেইলর (৩৬) ও হেইলি ম্যাথিউস (৩৩) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষদিকে চিন্নেল হেনরির ৫১ রানের হার না মানা ইনিংস এবং ম্যাচসেরা আলিয়াহ এলেইনের ১১ রানের ঝোড়ো ক্যামিও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

আলিয়াহ এলেইন পুরো ম্যাচে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। বল হাতে ৪/৩৯ ও ব্যাট হাতে ১১ রান করে জয়ের ভিত গড়ে দেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সেই ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত