Homeখেলাধুলাবিজয় দিবস কাবাডি শুরু বৃহস্পতিবার

বিজয় দিবস কাবাডি শুরু বৃহস্পতিবার


বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আসরের নারী ও পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে সমান, ৬টি করে দল। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো খেলা।

প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নারী ও ছেলে- দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপ ভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। ২৪ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতে আমরা টেস্ট (৫ ম্যাচের সিরিজ) খেলতে চাই। এ জন্য শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে ভারতের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ।’

এস এম নেওয়াজ সোহাগ আরও বলেন, ‘এ আসরের মাধ্যমে আমরা ‘তারুণ্যর উৎসব’-এর সূচনা করতে যাচ্ছি। আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে তারুণ্যর উৎসব আয়োজিত হতে যাচ্ছে। তারুণ্যর উৎসব থেকে খেলোয়াড় বাছাই করে যুব বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ।’

নারী বিভাগে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফরিদপুর জেলা ও নড়াইল জেলা। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ ও জয়পুরহাট জেলা। পুরুষ বিভাগের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনী। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ জেল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত