...
Homeখেলাধুলাবার্সা হতে পারে সালাহর পরবর্তী গন্তব্য!

বার্সা হতে পারে সালাহর পরবর্তী গন্তব্য!


বর্তমানে তুখোড় ফর্মে থাকা মোহাম্মদ সালাহ ও লিভারপুলের চুক্তি নবায়ন আলোচনা থমকে গেছে। ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে একমত না হওয়ায় গুঞ্জন উঠেছে, এই মিশরীয় ফরোয়ার্ড নতুন ঠিকানার সন্ধানে আছেন। আর এই থমকে যাওয়া অবস্থায় স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য—সালাহ নিজেই নাকি বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন! তবে তার জন্য তাকে নিতে হবে বড় এক সিদ্ধান্ত—বেতন কমাতে হবে উল্লেখযোগ্য পরিমাণে।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটের মধ্যে আছে। সালাহ বর্তমানে লিভারপুলে বছরে প্রায় ১৮ মিলিয়ন ইউরো বেতন পান, যা তাকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড় বানিয়েছে। কিন্তু ক্যাম্প ন্যুতে যোগ দিতে হলে এই বিশাল অঙ্কের বেতনের বিষয়ে আপোস করতে হবে তাকে। লা লিগার অর্থনৈতিক বিধিনিষেধের কারণে বার্সেলোনা এখনও ১:১ রুলে ফিরতে পারেনি, তাই উচ্চ বেতনের খেলোয়াড় দলে ভেড়ানো তাদের জন্য বেশ কঠিন।

এদিকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি লিভারপুলের আরেক তারকা লুইস দিয়াজকে দলে টানতে আগ্রহ দেখিয়েছেন। কাতালান ক্লাবের ক্রীড়া বিভাগ মনে করছে, দলের বাঁ প্রান্তের আক্রমণভাগ পূর্ণ করতে দিয়াজই সেরা পছন্দ হতে পারেন। তবে বর্তমানে সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি অনিশ্চিত হওয়ায়, তাকে নেওয়াই এখন বেশি বাস্তবসম্মত হতে পারে।

গত মাসে লিভারপুল কিংবদন্তি স্টিভ ম্যাকম্যানামানের সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ এমন কিছু বলেছেন, যা তার বিদায়ের ইঙ্গিত বহন করে। তিনি বলেন, ‘আমি চাই সমর্থকরা মনে রাখুক যে আমি তাদের জন্য সবকিছু দিয়েছি। এই শহর, এই ক্লাবের জন্য আমি সবটুকু উজাড় করে দিয়েছি। আমি এখানে অলস ছিলাম না, শুধু ফুটবল উপভোগ করেছি এবং নিজের সেরাটা দিয়েছি।’

এই বক্তব্যের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সালাহর ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে তিনি লিভারপুলের হয়ে এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টির বেশি ম্যাচে ৫০টিরও বেশি গোল অবদান রেখেছেন তিনি। তার পারফরম্যান্সেই এখন প্রিমিয়ার লিগ জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.