Homeখেলাধুলাফাইনালে যেতে প্রোটিয়াদের দরকার ৩৬৩ রান

ফাইনালে যেতে প্রোটিয়াদের দরকার ৩৬৩ রান


গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে দক্ষিণ আফ্রিকার সামনে ৩৬৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরি এবং গ্লেন ফিলিপসের ঝড়ো ইনিংস কিউইদের বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও সপ্তম ওভারে ৪৮ রানের মাথায় প্রথম উইকেট হারায়। উইল ইয়াং (২১) এলগার মারক্রামের হাতে ক্যাচ দিয়ে লুঙ্গি এনগিডির শিকার হন। এরপরই শুরু হয় রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের দাপট। দুজনেই দারুণ ব্যাটিং করে ১৬৫ রানের জুটি গড়েন।

রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ রান করেন, যেখানে ছিল ১৩টি চার ও ১টি ছয়। অন্যদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসন আরও আগ্রাসী ব্যাটিং করে ৯৪ বলে ১০২ রান করেন, হাঁকান ১০টি চার ও ২টি ছয়।

৩৩.৩ ওভারে ২১২ রানের মাথায় রাচিন রবীন্দ্র ক্যাচ দিয়ে ফিরলে কিছুটা ধাক্কা খায় নিউজিল্যান্ড। এরপর ৩৯.৫ ওভারে উইলিয়ামসনও বিদায় নিলে ম্যাচের গতি কিছুটা কমে আসে।

তবে শেষদিকে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস ম্যাচের গতি বাড়িয়ে দেন। মিচেল ৩৭ বলে ৪৯ রান করে আউট হলেও, ফিলিপস ২৭ বলে অপরাজিত ৪৯ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ১টি ছয়। মাইকেল ব্রেসওয়েল (১৬) শেষ ওভারে আউট হলেও, অধিনায়ক মিচেল স্যান্টনার ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। লুঙ্গি এনগিডি ১০ ওভারে ৭২ রান দিয়ে ৩ উইকেট নেন, তবে তিনি ছিলেন বেশ ব্যয়বহুল। কাগিসো রাবাদা ৭০ রানে ২ উইকেট পান, আর উইয়ান মুল্ডার ৪৮ রানে ১টি উইকেট লাভ করেন। তবে মার্কো জানসেন ও কেশব মহারাজ উইকেটশূন্য ছিলেন, যেখানে জানসেন ৭৯ রান ও মহারাজ ৬৫ রান দেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত