Homeখেলাধুলাপ্রকাশিত হলো টাইগারদের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি

প্রকাশিত হলো টাইগারদের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি


টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে সিরিজ নয়, তার বদলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। এর পাল্টা সফরে জুলাই মাসের মাঝামাঝি বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

বিসিবির এক মুখপাত্রের বরাতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম জানায়, ঢাকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে এখনও এই সূচি চূড়ান্ত হয়নি। অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এরই মধ্যে মে মাসে অনুষ্ঠিতব্য সিরিজের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে।

সেখানে জানানো হয়েছে, সিরিজ শুরু হবে মে মাসের শেষদিকে। দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আর সে দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচ। এরপর সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—৩০ মে, ১ জুন ও ৩ জুন।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে এই সফরের পরিকল্পনায় ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। তবে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ডই সিরিজটিকে রূপান্তর করেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) নেই। তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত