Homeখেলাধুলাপেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি


বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে তার আলোচনা চলছে বলে নিজেই নিশ্চিত করেছেন গুল। কোচ হিসেবে দারুণ একটি রেজ্যুমে গড়ে তোলা গুল এখন বিসিবির ‘প্রথম সারির পছন্দ’ হিসেবেই বিবেচিত হচ্ছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে উমর গুল বলেন, ‘আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। সব কিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত ও পারস্পরিক শর্তাবলীর ওপর।’

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গুল ইতোমধ্যেই কোচ হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি পেসার কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান সুপার লিগের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান জাতীয় দল এবং সর্বশেষ পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে।

অন্যদিকে, বিসিবি বর্তমানে নতুন পেস কোচ খুঁজছে কারণ বর্তমান কোচ অ্যান্ড্রে অ্যাডামসের ওপর বোর্ড ও দলের সন্তুষ্টি নেই। দুই বছরের চুক্তি থাকলেও (ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত), তার মেয়াদ পূর্ণ হওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিয়েছে বিসিবি।

এক সিনিয়র বোর্ড কর্মকর্তা জানান, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ পর্যন্ত অ্যাডামস দায়িত্বে থাকবেন। তবে এরপর তার থাকা নিয়ে বোর্ডে সন্দেহ রয়েছে।’

উমর গুল ছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট, এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসনের নামও আলোচনায় রয়েছে।

এদিকে, ফিল সিমন্সকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। পাশাপাশি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের পুনঃনিয়োগও মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বোর্ডের এক সদস্য বলেন, ‘সালাহউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে। বোর্ড সভায় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে ঘোষণা পিছিয়ে গেছে।’

সালাহউদ্দিন এর আগেও জাতীয় দলে সিনিয়র সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী সিরিজগুলোতে তাঁকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত